About Course
কোর্সের বিবরণ
Unlocking the Secret to Successful Career Progression: প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত ছাত্রাবস্থায়ই নিজেদের গোল বা লক্ষ্য নির্ধারণ করা। কারণ একজন ছাত্রের পড়াশোনা কমপ্লিট করার জন্য বা সার্টিফিকেট অর্জনের জন্য সময় লাগে প্রায় ২০-২২ বছর কিন্তু চাকরির সময় সে এই সময়টা পায় না। ফলে সে বুঝতে পারে না যে চাকরির কোন সেক্টরের জন্য সে প্রিপারেশন নিবে। বেশিরভাগ ছাত্রছাত্রী একটা কমন ভুল করে থাকে। তারা ভাবে আগে পড়াশোনাটা শেষ করি এরপর চাকরির দিকে ফোকাস করবো। ছাত্রাবস্থা থেকেই যদি একজন শিক্ষার্থী নিজেকে বিভিন্ন কাজে যুক্ত করতে পারে, টুকটাক কাজ করতে পারে বা প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে পারে তাহলে কিন্তু তার জ্ঞানের পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পায়। যা ভবিষ্যতে তার চাকরির ক্ষেত্রে অনেক কাজে দিবে।
তাছাড়া আমাদের সমাজে কিন্তু সমালোচকদের অভাব নেই। আপনি ছোট বড় যে কাজই করতে যান না কেন আপনার কিন্তু সমালোচকদের মুখোমুখি একবার না একবার হতেই হবে। তাই নিজের মনমানসিকতা শক্ত করে সামনে এগিয়ে যেতে হবে। তাছাড়া একজন মানুষ যখন প্রফেশনাল লাইফ এবং পারসোনাল লাইফে ব্যালেন্স করতে পারে তখন কিন্তু সে মানসিক শান্তি অনুভব করে। মূলত যারা অলরেডি চাকরিতে জয়েনরত আছে তারা কীভাবে নিজেদের ক্যারিয়ারকে আরো উন্নত করতে পারে, প্রফেশনাল লাইফ এবং পারসোনাল লাইফের ব্যালেন্স, চাকরির দিকে ফোকাস বাড়ানো সহ বেশকিছু উপর উপর ফোকাস করে বানানো হয়েছে এই কোর্সটি। কোর্সের বিশেষত্ব হচ্ছে, একজন উদ্যোক্তার পারসোনাল লাইফ ও এক্সপেরিয়েন্স থেকে অর্জিত জ্ঞান নিয়ে ডিজাইন করা হয়েছে। কোর্সের ইন্টারেক্টিভ মডিউলগুলো থেকে, আপনি কীভাবে ব্যক্তিগত ক্যারিয়ার বিকাশের পরিকল্পনা তৈরি করবেন, কীভাবে পেশাদার নেটওয়ার্ক তৈরি করবেন, নেতৃত্বের দক্ষতা উন্নত করবেন এবং চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রের পরিস্থিতি নেভিগেট করবেন তা শিখবেন।
কোর্সটিতে বিভিন্ন কেস স্টাডি করে ইন্টারেক্টিভ পয়েন্ট গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা আপনাকে নিজের ক্যারিয়ারের যাত্রায় এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি, কোর্স শেষে আপনার ক্যারিয়ারের গোল বা লক্ষ্য নির্ধারণ এর ক্ষেত্রে সফল হওয়ার দক্ষতা এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য আপনার কাছে একটি পরিষ্কার রোডম্যাপ থাকবে।
সাম্প্রতিক স্নাতক বা কয়েক বছর ধরে কোম্পানিতে কাজ করছেন এমন যে কেউ এই কোর্সটি করতে পারবে। কোর্সটি আপনাকে সমালোচনামূলক দক্ষতা বিকাশ করতে এবং আপনার কর্মজীবনের অগ্রগতি ত্বরান্বিত করতে সহায়তা করবে। পরবর্তী কর্মজীবনের পরিকল্পনা এবং নতুন জগৎ সম্পর্কে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে জ্ঞান অর্জন করাই শ্রেয়। Enroll today and start accelerating your path to success!
Thank You.
Course Content
Unlocking the Secret to Successful Career Progression এই কোর্সটি যাদের জন্য
-
Anger Management Techniques
00:00